![]() |
কিছু জাপানিজ মেয়ে চাকমা ড্রেসে |
Chakma Dress [চাকমা ড্রেস]
Like other indigenous community Chakma Nation have ther own Traditional dress.Chakma Women in Traditional Dress Called, "Pinon & Hadi"
অন্যান্য আদিবাসীদের মতন চাকমা জাতির মতো ঐতিহ্যবাহী পোষাক রয়েছে মেয়েদের ড্রেসকে,"Pinon & হাদি" বলা হয়।উপরোক্ত ছবি সমূহে চাকমা নারীরা নিজেদের ঐতিয্যবাহী ড্রেস পড়েছে।
বিস্তারিত আরো ভালো করে বর্ণনা দেয়া যাক
পোশাকঃ
বিস্তারিত আরো ভালো করে বর্ণনা দেয়া যাক
পোশাকঃ
চাকমারা সাধারণত নিজেদের তৈরি পোশাক
পরতে খুব ভলোবাসে। পুরুষেরা ধূতি, পান্জাবি,
লুঙ্গি ও প্যান্ট পরে। মেয়েরা নিজেদের
হাতের তৈরি পিনোন-খাদি পরে। এছাড়া
চাকমারা বিভিন্ন রকম অলংকার পরে। যেমন-
হাতের খারু, তাজ্জুর, বালা খারু, টেঙো খারু,
আলজুরি, টেঙ্গা ছড়া ইত্যাদি। চাকমা কিশোর -
কিশোরীরা নানা রকম পোশাক পরে। বর্তমানে
আধুনিক পোশাকেরও চাকমারা অভ্যস্ত হয়ে
উঠেছে।
No comments:
Post a Comment