Now Your Turns

LightBlog

Breaking

LightBlog

Monday, April 18, 2016

Chakma Dress Pinon-চাকমাদের ঐতিয্যবাহী ড্রেস

কিছু জাপানিজ মেয়ে চাকমা ড্রেসে


Chakma Dress [চাকমা ড্রেস]

Like other indigenous community Chakma Nation have ther own Traditional dress.Chakma Women in Traditional Dress Called, "Pinon & Hadi"





অন্যান্য আদিবাসীদের মতন চাকমা জাতির মতো ঐতিহ্যবাহী পোষাক রয়েছে মেয়েদের ড্রেসকে,"Pinon & হাদি" বলা হয়।উপরোক্ত ছবি সমূহে চাকমা নারীরা নিজেদের ঐতিয্যবাহী ড্রেস পড়েছে।
বিস্তারিত আরো ভালো করে বর্ণনা দেয়া যাক
পোশাকঃ
চাকমারা সাধারণত নিজেদের তৈরি পোশাক
পরতে খুব ভলোবাসে। পুরুষেরা ধূতি, পান্জাবি,
লুঙ্গি ও প্যান্ট পরে। মেয়েরা নিজেদের
হাতের তৈরি পিনোন-খাদি পরে। এছাড়া
চাকমারা বিভিন্ন রকম অলংকার পরে। যেমন-
হাতের খারু, তাজ্জুর, বালা খারু, টেঙো খারু,
আলজুরি, টেঙ্গা ছড়া ইত্যাদি। চাকমা কিশোর -
কিশোরীরা নানা রকম পোশাক পরে। বর্তমানে
আধুনিক পোশাকেরও চাকমারা অভ্যস্ত হয়ে
উঠেছে।

No comments:

Post a Comment

Adbox