Now Your Turns

LightBlog

Breaking

LightBlog

Monday, April 18, 2016

Zoom farming-জুম চাষ

জুম থেকে ধান সংগ্রহ

                জুম চাষ

চাকমাদের পেশাঃ
চাকমারা জুম পদ্ধতিতে চাষাবাদ করে।
পাহাড়ের ঢালু জায়গায় গাছপালা পরিস্কার
করে গর্ত করে বীজ বপন করে। একে 'জুম' চাষ বলে।
সমতল ভূমিতে চাকমারা লাঙ্গল দিয়ে চাষাবাদ
করে, বিভিন্ন কৃষিজাত দ্রব্য ফলায়। চাকমারা
বিভিন্ন পোশাক তৈরি করে। দেশি-
বিদেশীদের কাছে তাদের তৈরী পোশাক
ব্যাপক চাহিদা। এরা বাঁশ ও বেত দিয়ে ঝুড়ি,
পাখা, চিরুনি, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্র তৈরী
করে। এদের তৈরি জিনিস দেখতে খুব সুন্দর।
বর্তমানে অধিকাংশ চাকমা উচ্চশিক্ষায়
শিক্ষিত হয়েছে। সরকারী-বেসরকারী প্রায় সব
প্রতিষ্ঠানে চাকমারা চাকরি করে। ডাক্তার,
ইঞ্জিনিয়ার, শিক্ষক, রাজনীতিবিদ, ও অন্যান্য
সব পেশাতেই চাকমারা কাজ করে



           ChakProfession
Chakma zoom method for cultivation.
Mountain slopes vegetation Cleaning
Sowed the seeds of the hole. It 'Zoom' is cultivated.
Chakma plains cultivated with plow
And grow a variety of agricultural products. Chakma
Create different costumes. Desi
Their garments to foreigners
Demand. These are the bamboo and rattan baskets,
Fan, comb, flute and other musical products
The. They made a very nice thing to see.
At present, most of the Chakma higher education
Has been educated. Almost all of the public-private
Chakma organization works. The doctor,
Engineers, teachers, politicians, and other
Pesatei Chakma all works.   

No comments:

Post a Comment

Adbox