Now Your Turns

LightBlog

Breaking

LightBlog

Saturday, April 23, 2016

Medicine that everyone could get free-বিনামূল্যে যে অসুধ সবাই পেতে পারে।

Medicine that everyone could get free

থানকুনি পাতা

নিজস্ব প্রতিবেদকঃ
Medicine that everyone could get free

Page centella asiatica


Own pratibedakah

Without money for the youth for life rakhesamasya meal solutions, and how if we do not cure the disease. Several of the schools

Call for themselves. The side effects that reduce pain in the head

Watch this video



Do not have. In particular, typhoid fever, diarrhea, abdominal diseases, such as cholera akachara to antibiotics. Side effects, these drugs are expensive, sometimes beyond the reach of low-income people. But our hands are to some medicinal plants, which are very low price or a little searching

Is free, we do not know. Despite the fact that a lot of time, do not believe it. As a medicinal plant is centella asiatica. Centella asiatica leaves our intimate. Pukurparh bajalasaye often found. Words to say, if you like the stomach is breezy heart. Cikitsakarai says, centella asiatica leaf contains the medicinal qualities,

If miyamita to eat, will not suffer bowel diseases a day. Fresh body health is available and, if intelligence is to develop small treat. Let's take a look at, to stay healthy and maintain youth centella asiatica leaf medicinal qualities.



Advantages:

* A small amount of mango peel, pineapple young

Page 1, raw turmeric juice, 4/5 centella asiatica tree

Bethe juice together sikarasaha wash

Gastroenteritis is playing well on an empty stomach.

It's more the case of children

Effective.

* Half a kilo of milk and half a quarter 1 quarter misri

Centella asiatica leaf juice mixed together every day

Week 1 in the morning gastric playing well.

* Eggplant / papaya leaves mixed with centella asiatica

1 month, playing every day to digest cooked sukata

Increases strength.

Khalipete 4 teaspoon every morning *

Centella asiatica leaf extract and 1 teaspoon honey / mixed 7 days

Blood contamination is playing well.

* Adjustable playing centella asiatica leaf extract skin

Refreshment leads

* Fever and dysentery juice is playing benefit.

* If the centella asiatica leaves blow in the face with boiled water

Porter can reduce the blow.

* Bhitaminasamrddha nutritious food to reduce hair spill

Centella asiatica leaf extract along with 5-6 tablespoons milk

When mixed with reducing hair fall.

* If you are not clear about one teaspoon of children

Centella asiatica leaf extract is a hot drink every day

To be clear.

* If cold juice 0-5 drops centella asiatica

When mixed with honey will benefit.

* 1 teaspoon of juice in the morning, centella asiatica, 5-6 drops

Turmeric juice (Children of liver problems), a little

Madhusaha sugar and 1 month of playing in liver

Is.
খবরটি বাংলায় পড়ুন

বিনা পয়সার যে খাবারটি আজীবন যৌবন ধরে রাখেসমস্যা সমাধান ও রোগ নিরাময়ের জন্য আমরা কত কিনা করি। চিকিৎসা করতে গিয়ে বেশ ক্ষতি
ডেকে আনি নিজেদের জন্যই। কষ্ট লাঘবে তখন পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা মাথায়


থাকে না। বিশেষ করে টাইফয়েড জ্বর, ডায়রিয়া, কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিকও চলে আকছার। পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওই সব ওষুধগুলির দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায়। অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে
বিনামূল্যেও পাওয়া যায়, আমরা জানি না। অনেক সময় জেনেও, বিশ্বাস হয় না। তেমনই একটি ভেষজ উদ্ভিদ হল থানকুনি। থানকুনি আমাদের অতিপরিচিত পাতা। পুকুরপাড় বাজলাশয়ে হামেশাই দেখা মেলে। কথায় বলে, পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে। চিকিত্সকরাই বলছেন, থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে,
মিয়মিত খেতে পারলে, পেটের অসুখে কোনও দিনও ভুগতে হবে না। শরীর-স্বাস্থ্য তো সতেজ থাকেই, ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয়। দেখে নেওয়া যাক, যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি।

উপকারিতা:
*অল্প পরিমাণ আমগাছের ছাল, আনারসের কচি
পাতা ১টি, কাঁচা হলুদের রস, ৪/৫ টি থানকুনি গাছ
শিকড়সহ ভাল করে ধুয়ে একত্রে বেটে রস করে
খালি পেটে খেলে পেটের পীড়া ভাল হয়।
ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি
কার্যকর।
*আধা কেজি দুধে ১ পোয়া মিশ্রি ও আধা পোয়া
থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন
সকালে ১ সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক ভাল হয়।
*বেগুন/পেঁপের সাথে থানকুনি পাতা মিশিয়ে
শুকতা রান্না করে প্রতিদিন ১ মাস খেলে হজম
শক্তি বৃদ্ধি পায়।
*প্রতিদিন সকালে খালিপেটে ৪ চা চামচ
থানকুনি পাতার রস ও ১ চা চামচ মধু/ মিশিয়ে ৭ দিন
খেলে রক্ত দূষণ ভাল হয়।
*নিয়মিত থানকুনি পাতার রস খেলে ত্বকের
সতেজতা বাড়ে
*জ্বর ও আমাশয়ে রস খেলে উপকার হয়।
*মুখে ঘা হলে থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে
কুলি করলে ঘা কমে যায়।
*চুল ঝরা কমাতে পুষ্টিকর ভিটামিনসমৃদ্ধ খাবারের
পাশাপাশি ৫-৬ চামচ থানকুনি পাতার রস দুধের
সঙ্গে মিশিয়ে খেলে চুলপড়া কমবে।
*বাচ্চাদের কথা পরিষ্কার না হলে এক চামচ
থানকুনি পাতার রস গরম করে প্রতিদিন খাওয়ালে
কথা স্পষ্ট হবে।
*ঠাণ্ডা লাগলে ২০-২৫ ফোঁটা থানকুনির রসের
সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাবেন।
*প্রতিদিন সকালে থানকুনির রস ১ চামচ, ৫/৬ ফোঁটা
হলুদের রস (বাচ্চাদের লিভারের সমস্যায়) সামান্য
চিনি ও মধুসহ ১ মাস খেলে লিভারের সমস্যা ভাল
হয়।

No comments:

Post a Comment

Adbox